।। অভীক কুমার দে ।।
যখন
নিবিড় শোরগোলে ভূগোলের মাঠ
মনোপথিক একদিন তুমি এক রবি
অনুভবের দেশে ভিন্ন আলোয় কবি
উজ্জ্বল,
অনিমেষ,
খুঁজে পাও শব্দের খেই।
মনোপথিক একদিন তুমি এক রবি
অনুভবের দেশে ভিন্ন আলোয় কবি
উজ্জ্বল,
অনিমেষ,
খুঁজে পাও শব্দের খেই।
বহুযোজন
এই হাঁটাপথ, শব্দে--
খোয়ানো মন রোপণ করেছিলে
ভিন্ন রঙ- ফুল- পাখি- নদী- মাটি,
প্রিয়, স্বজনেরা এখনও ফসল কাটি।
শব্দঘরে চিরনতুন তুমি,
আর কোনো পর খবর নেই।
খোয়ানো মন রোপণ করেছিলে
ভিন্ন রঙ- ফুল- পাখি- নদী- মাটি,
প্রিয়, স্বজনেরা এখনও ফসল কাটি।
শব্দঘরে চিরনতুন তুমি,
আর কোনো পর খবর নেই।
আরও
বহুযোজন পাড়ি হবে জানি
গ্রহজাতের ভেদককলম ব্রতীও হবে
তবু রয়ে যাবে উজ্জ্বল
শব্দের রবি সেই।
........
গ্রহজাতের ভেদককলম ব্রতীও হবে
তবু রয়ে যাবে উজ্জ্বল
শব্দের রবি সেই।
........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন