“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৫ মে, ২০১৮

ভোটের সফলতা

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি









ঘরেই লাশ জমা করো !
কী সুখে অকালমৃত্যু জুটছে ?
কী সুখে লাশের মিছিল ছুটছে ?
সে'সব তথ্য কাগজে লিখে রাখতে পারো
ভাষণবাজিতে নির্দ্বিধায় বলে দিতে পারবে--
ভোটের সফলতা।
এ ঘরেই লাশ জমা করো !
ওরা যে লাশ ছিল না
সবাই বোঝে, তবুও...
একদিন লাভের অঙ্ক সংখ্যা জোগাবে আরও,
একদিন হাড় ঘাঁটলেই ইতিহাস জাগবে কারো...
ভোটের সফলতা !
এ ঘরেই লাশ জমা করো !
বরং হাড় জড়ো করো, খুঁজে
গায়ে সংখ্যা বসাও,
বলে দিতে পারবে-- ভোটের সফলতা।
এ ঘরেই লাশ জমা করো !
দু'ফোঁটা নকল অশ্রু মিশিয়ে নাও চোখে
সহজেই গোছানো যাবে-- ভোটের সফলতা।


কোন মন্তব্য নেই: