“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৫ মে, ২০১৮

পথভোলা পথিক

 ।।      রফিক উদ্দিন লস্কর    ।। 
©image:ছবি















দূর আকাশ পানে তাকিয়ে তাকিয়ে আমি
খুজে ফিরি নীল রঙের কারুকাজ,
ঢাকা পড়া কালো মেঘে নেই কিরন মালা
সূর্য রশ্মির কোনো দেখা নাই আজ।
খুজে ফিরি চলি তাই এপ্রান্ত হতে ওপ্রান্ত
কালো চাদরে মোড়া নীলাভ আকাশ,
পথভোলা পথিক আমি ঘুরি দেশে দেশে
কখন আকাশে হবে রবির প্রকাশ।
খুঁজে ফিরি তোমায় আমি বসন্তের দিনে
ভরদুপুরে উথলা বাতাসের মাঝে,
পাতায় পাতায় জড়ানো কতো স্মৃতিকথা
এ বুকের মাঝে মর্মর হয়ে বাজে।
ঘোলাটে স্বপ্ন মাঝে আজ বিভোর আমি
ঘুমের রাজ্যে কল্পনা কড়া নাড়ে,
শুনে সমুদ্রের স্রোতধ্বনি পুলকিত হই
তোমার কণ্ঠধ্বনি শেষ সীমা ছাড়ে।
২৫/০৫/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)

কোন মন্তব্য নেই: