।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
কোনো
এক রাত বুকের ভেতর
আঁধার স্বপ্ন সাজে,
ঘরের আশা স্বপ্ন যেমন
আকাশ কোলে দোলনা তেমন
তারার মতোই মাঝে;
মন বলে--
যতই আঁধার শূন্য
জানি, ফাঁকার ব্যথা ফাঁকে,
বাকি সব নীলে পাঁচন, মিথ্যে সাজ।
কোনো এক দিন বুকের ভেতর
অবুঝ আলোর খেলা,
সর্বনাশা মরণ যেমন
ভাববস্তুর আঘাত তেমন
বেলার পর বেলা;
মন বলে--
যতই আলো নেশা
জানি, বাঁচার ব্যথায় বাঁচে,
তবু রাতের বুকে রাতের কী কাজ !
আঁধার স্বপ্ন সাজে,
ঘরের আশা স্বপ্ন যেমন
আকাশ কোলে দোলনা তেমন
তারার মতোই মাঝে;
মন বলে--
যতই আঁধার শূন্য
জানি, ফাঁকার ব্যথা ফাঁকে,
বাকি সব নীলে পাঁচন, মিথ্যে সাজ।
কোনো এক দিন বুকের ভেতর
অবুঝ আলোর খেলা,
সর্বনাশা মরণ যেমন
ভাববস্তুর আঘাত তেমন
বেলার পর বেলা;
মন বলে--
যতই আলো নেশা
জানি, বাঁচার ব্যথায় বাঁচে,
তবু রাতের বুকে রাতের কী কাজ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন