“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম

( ভয়াবহ বন্যার কবলে শ্রীলঙ্কা, ভেঙ্গে পড়ল শতাধিক বাড়ি, হত ২১ ) 

 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি












@
শ্রীলঙ্কাতে শঙ্কার হাওয়া বন্যা বড় এলো।
বাড়ি লোকের রয়নি খাড়া !
  ভেঙ্গে পড়ে গেলো।।
হাজার হাজার মানুষ সেথা হচ্ছে গৃহ হারা।
বৃষ্টির মধ্যে ত্রাণ শিবিরে কষ্টে আছে তারা।।
একুশ মানুষ মরল ডুবে উদ্ধার হলো লাশ।
নিখোঁজ আরো অনেক মানুষ খবর এলো খাস।।
ক্ষেতগুলো সব যাচ্ছে পচে দুঃখে চাষি কাঁদে।
বলদ গরু পশু পাখি পড়লো বড় ফাঁদে।।
বৃষ্টি ভারি হচ্ছে সেথা, বৃষ্টি যে আর থামে না।
আকাশ বেজায় হচ্ছে কালো ! সুয্যির আলো নামে না।।
উদ্ধারকার্য চলছে সেথা নামলো সেনা জলে।
ত্রাণগুলো সব হচ্ছে দেয়া মন্ত্রী বেটায় বলে।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে
  "দৈনিক ছড়া সংবাদ আসাম ")
DSPP- 5.28/05/2018


কোন মন্তব্য নেই: