“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৮ মে, ২০১৮

অল্পে আছি বেশ

         ।।     রফিক উদ্দিন লস্কর    ।।
নাই যে এমন বেশি কিছু, তুষ্ট আছি বেশ!
ঘর্ম ঝরে কর্ম মাঝে নেই বিষাদের লেশ।
অল্পে যদি খুশি থাকে হবে না তার অভাব
দরিদ্র সে বুঝে নিবে খাই খাই যার স্বভাব।

বিশাল বাড়ি দামি গাড়ি আছে প্রচুর টাকা
তবুও করে টাকার জন্য ভিতরটা খা খা।
দেখতে যে পাই এমন মানুষ অল্পে যারা খুশি
তাদের সঠিক আদর্শ এই হৃদ মাঝারে পুষি।

খাঁটি মানুষ সাদামাটা জীবন ভালোবাসে,
লোভ নিয়ে রয় লোভিরা সুযোগ কবে আসে!
সরলমনা কোথাও থামেনা সহজ জীবন তার
হাসিমুখে চলাফেরা মিষ্ট আচার ব্যবহার।।
.                      ★★★★★
২৮/০৫/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)

কোন মন্তব্য নেই: