।। অভীক কুমার
দে ।।
(C)image:ছবি |
অভুক্ত
কবিতারা বর্ণ ধুয়ে হাঁড়ি চড়ায়,
সন্ধ্যায় উনুনের দিক- দিকে মিছিল
ফুটন্ত চাল
আঁশফাটা গন্ধে ক্লান্ত রাত
হাড়ের শব্দ শোনায়,
যদিও নিঃশব্দে ঘুমায় পৃথিবী।
যতই রাত নামে দিনের দিকে
একমুঠো পান্তায় অসংখ্য কবিতাঘুম,
একেকটি কবিতায় শরীর খোলা শব্দ
শব্দের হামাগুড়ি
ঘেমে যাওয়া বর্ণ
বেরঙের ঘাম
হাঁড়িতে জল ঢালে।
এসব দেখে সয়ে প্রতিদিনের উত্তাপ কমে যায়
তবু অভুক্ত কবিতায় হাড়ের শব্দ কমে না !
সন্ধ্যায় উনুনের দিক- দিকে মিছিল
ফুটন্ত চাল
আঁশফাটা গন্ধে ক্লান্ত রাত
হাড়ের শব্দ শোনায়,
যদিও নিঃশব্দে ঘুমায় পৃথিবী।
যতই রাত নামে দিনের দিকে
একমুঠো পান্তায় অসংখ্য কবিতাঘুম,
একেকটি কবিতায় শরীর খোলা শব্দ
শব্দের হামাগুড়ি
ঘেমে যাওয়া বর্ণ
বেরঙের ঘাম
হাঁড়িতে জল ঢালে।
এসব দেখে সয়ে প্রতিদিনের উত্তাপ কমে যায়
তবু অভুক্ত কবিতায় হাড়ের শব্দ কমে না !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন