“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১ মে, ২০১৮

নোটিশ

।।শৈলেন দাস।।

(C)image:ছবি











খন আমাদের রক্ত ঘাম হয়
তখন তোমাদের আরাম হয়।
এই যে ধারাক্রম
আমাদের বঞ্চনা আর অবদমন 
তোমাদের ভোগের বদভ্যাস,
প্রজন্মের পর প্রজন্ম ধরে
কৌশলে আমাদের শ্রমের শোষণ
তার অবসান হওয়া প্রয়োজন।।

কোন মন্তব্য নেই: