“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৭ মে, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম


( তুরস্কের আঙ্কারায় আশ্চর্য ঘটনা !
 মাত্র ৯ মিনিটের ভারি বর্ষণে বন্যা,
ভেসে গেলো দেড় শতাধিক গাড়ি  )

।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি




















@
য়টা মিনিট বৃষ্টি হলো বন্যা এলো মোটা !
গাড়ি বাড়ি যাচ্ছে ভেসে শহর ডুবল গোটা !!
আঙ্কারাতে ঘটলো যা তা স্বপ্নের মতই লাগে !
এমন রকম ঘটনা যে কেউ দেখেনি আগে !!

উদ্ধারকার্যে নামল সেনা মানুষ ভাসছে জলে।
কোথাও ঘর ভাংছে বাড়ি মন্ত্রী এসে বলে।।
হয়নি কেউ তায় হতাহত খবর গেলো পাওয়া।
মানুষ ভয়ে ভাগছে সেথা শঙ্কার এলো হাওয়া।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে " দৈনিক ছড়া সংবাদ আসাম"
DSPP-5.07/05/18


কোন মন্তব্য নেই: