“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৬ মে, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম


( বিহারের মোতিহারি জেলায় বাসে ভয়াবহ আগুন, হত ২৭ )

।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)

















@
বাইকআরোহী বাঁচাতে যে বাসটি উল্টে বিহারে।
ভয়ংকর তায় আগুন ধরল মানুষ মরে কী হারে !
মর্মান্তিক এই দুর্ঘটনায় সাতাশ জনা হত।
চার যে আরো হাসপাতালে সারা শরীর ক্ষত।।

উদ্ধারকার্যে গ্রামবাসীরা দৌড়ে এলো ছুটে।
মৃতের সংখ্যা বাড়বে আরো সন্দেহ নেই মোটে।।
গ্রামবাসীরা আগুন নেভায় খবর এলো খাস।
শরীর কারো ঝলসে গেছে যায়নি চেনা লাশ।।

খবর পেয়ে এসপি ওসি দৌড়ে মাঠে এলো।
হতাহতের বাড়িঘরের হদিশ খোঁজে পেলো।।
আগুন কেনো ধরল বাসে ? প্রশ্ন উঠে নানান।
তদন্ত সব হচ্ছে শুরু এসপি ডিসি জানান।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে " দৈনিক ছড়া সংবাদ আসাম"
DSPP-9.05/05/18

কোন মন্তব্য নেই: