( - ব্যতিক্রম মাসডোর উদ্যোগে
‘ভারত নবনির্মাণ নিয়ে নতুন চিন্তা’
শীর্ষক
আলোচনা সভা গুয়াহাটিতে -
বিজেপি
সরকারের ভুল ত্রুটি তুলে ধরলেন বিজেপি নেতা বরুণ গান্ধী )
।। এম
রিয়াজুল আজহার লস্কর ।।
@
সুলতানপুরের
সাংসদ বরুণ গৌহাটিতে এলেন।
মোদির
খানিক ত্রুটি তিনি তুলে ধরে গেলেন। ।
বলেন
তিনি বিভেদ দেশে যায়নি মুছে আজও।
ঋণের
জন্যে মরছে
গরিব করছে কপাল ভাঁজও। ।
বিচার
বিভাগ হয়নি তেমন যেমন আশা ছিলো।
সুপারিশ
কালচারটা যে আজ ভারত তলে নিলো। ।
গৌহাটির
এই জনসভায় বরুণ বলেন আরো,
পুঁজিপতির
সম্পদ বাড়ছে সন্দেহ নেই কারো।
বরুণ
বলেন চৌরাশিজন পুঁজিপতির কাছে,
সারা
দেশের মোট সম্পদের ষাট শতাংশ আছে !
সাধারণ
লোক হচ্ছে গরিব দুঃখ আসে তাতে।
সম্পদ
দেশের যাচ্ছে চলে পুঁজিপতির হাতে। ।
একটা
রাজ্য অন্য রাজ্যের কথা বলবে যেদিন,
স্বপ্নের
মতই নতুন ভারত উঠবে গড়ে সেদিন।
ব্যতিক্রম
মাসডোর যে ডাকা এই সভাতে এসে,
বরুণ
বলেন জীবন যাত্রা কঠিন হচ্ছে দেশে !
নতুন
ভাবনা নতুন চিন্তায় চলতে হবে সরকার।
পার্লামেন্টে
আমজনতার আওয়াজ তুলা দরকার। ।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে “ দৈনিক ছড়া সংবাদ আসাম
”)
১১/১১/২০১৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন