।। সিক্তা বিশ্বাস ।।
ঘর
পোড়া আমি যে ভাই
সিঁদুরে মেঘেতেই ভয় !
আশাতুর জীবনে দেখছি ,
নিত্য কেবলই আশার ক্ষয় !
তবুও আশা মনেতে পোষা ,
বাঁচার তেষ্টা শুধুই ভালোবাসা .....
সিঁদুরে মেঘেতেই ভয় !
আশাতুর জীবনে দেখছি ,
নিত্য কেবলই আশার ক্ষয় !
তবুও আশা মনেতে পোষা ,
বাঁচার তেষ্টা শুধুই ভালোবাসা .....
****
পাহাড়তলির মেয়ে আমি
সরল জীবনের সাক্ষী ,শুধুই অন্তর্যামী l
নিজেকে চিনলাম নতুন করে
আমিই সেই হৈমন্তী !
মিঠে দুপুরের আমেজিমতি
খেয়ালীপনায় দুরন্ত অতি l
প্রভাতী সুর ডাক পাড়ে ঐ.. যে ....
ওগো , কোথায় তোমার নূপুর সাজে !?
বাজাও একটু পরান ভরে ,
ভরিয়ে দিই আমি সুরে সুরে ....
বললাম তারে , ও নিয়ে গেছে বসন্ত যে ----
কথা দিয়ে গেছে ,
ফিরিয়ে দেবে সে শীতের শেষে ----
এই আশাতেই বসে বসে
দিন গুনছি আমি অবশেষে ...
গহীন শীতের শিশির যখন
সাজবে তৃণে বরফ বেশে ,
রোদ্দুর হয়ে নূপুর আমার
সাজাবে তোমায় আমলকী বেশে l
বুঝবে তখন নূপুর বাজলো
পলাশ জাগলো রাঙিয়ে আলো
তখন এসে দোল লাগিও ...
পরানে আমার বসন্ত জাগিও ....
দেখবে তখন তোমার হৈমন্তী ,
নতুন সাজে সাজবে বাসন্তী ,
তৃণে তৃণে জাগবে আশা ,
নবাঙ্কুরের ভালোবাসা .....
নতুন আবেশে ফাগদিবসে
সুর তুলবে সে প্রেমিকাবেশে।
##ঝোড়োমেঘ সংকলন##
পাহাড়তলির মেয়ে আমি
সরল জীবনের সাক্ষী ,শুধুই অন্তর্যামী l
নিজেকে চিনলাম নতুন করে
আমিই সেই হৈমন্তী !
মিঠে দুপুরের আমেজিমতি
খেয়ালীপনায় দুরন্ত অতি l
প্রভাতী সুর ডাক পাড়ে ঐ.. যে ....
ওগো , কোথায় তোমার নূপুর সাজে !?
বাজাও একটু পরান ভরে ,
ভরিয়ে দিই আমি সুরে সুরে ....
বললাম তারে , ও নিয়ে গেছে বসন্ত যে ----
কথা দিয়ে গেছে ,
ফিরিয়ে দেবে সে শীতের শেষে ----
এই আশাতেই বসে বসে
দিন গুনছি আমি অবশেষে ...
গহীন শীতের শিশির যখন
সাজবে তৃণে বরফ বেশে ,
রোদ্দুর হয়ে নূপুর আমার
সাজাবে তোমায় আমলকী বেশে l
বুঝবে তখন নূপুর বাজলো
পলাশ জাগলো রাঙিয়ে আলো
তখন এসে দোল লাগিও ...
পরানে আমার বসন্ত জাগিও ....
দেখবে তখন তোমার হৈমন্তী ,
নতুন সাজে সাজবে বাসন্তী ,
তৃণে তৃণে জাগবে আশা ,
নবাঙ্কুরের ভালোবাসা .....
নতুন আবেশে ফাগদিবসে
সুর তুলবে সে প্রেমিকাবেশে।
##ঝোড়োমেঘ সংকলন##
শিলং l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন