“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম

( কাজিরাঙ্গায় ৪৮ ঘণ্টায় ৩টি গণ্ডার হত্যা 
 , প্রতিবাদ বিভিন্ন ছাত্র সংগঠনের )
 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।


(C)Image:ছবি










@
কাজিরাঙ্গায় ডাক্কু ঢুকে পুলিশ পায়না টের।
খড়্গ কেটে নিচ্ছে ওরে গণ্ডার হত্যা ফের।।
প্রতিবাদে নামলো ছাত্র, রাস্তাতে খুব গরজায়।
ডাক্কু রুখতে যাচ্ছে চিঠি মুখ্যমন্ত্রীর দরজায়। ।

বন বিভাগটা নামেই এখন, ব্যর্থ কাজে তারা।
তাদের জন্যেই হত্যা হানা রক্তের নামে ধারা। ।
শিকারিদের দাপট রুখতে ব্যর্থ হলো সরকার ।
অসম রাজ্যের  রত্ন এসব রক্ষা করা দরকার । ।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে দৈনিক ছড়া সংবাদ আসাম ” )
০৬/১১/২০১৭


কোন মন্তব্য নেই: