।। অভীক কুমার দে।।
(C)Image:ছবি |
.
ঠাকুরমার মুখে শুনেছি--
যদি সন্ধ্যায় মায়াবী শব্দ গন্ধ আর রমরমা বেচাকেনা
তবে বটগাছের মগডালে জিন- পরীর নাচ,
ওরা নদীপাড় থেকে আসে, তেঁতুলগাছে ঘর,
মাঝরাতের খোলা মাঠে রান্না করে খায়।
.
পুরোনো গাছ কেটে বড় রাস্তা আরও বড়,
দামি গাড়ি থেকে বাজারে বাজারু জিন পরী নেমে এলেই
পথে নাটক।
.
গপ্পিবাবুর বাজারি মাথায় চৌমাথা
শব্দকলায় পন্থা বেচাকেনা
মূল্য-- সাধারণের ঘাড়, রক্তচাপ এবং অর্থপাত।
ঠাকুরমার মুখে শুনেছি--
যদি সন্ধ্যায় মায়াবী শব্দ গন্ধ আর রমরমা বেচাকেনা
তবে বটগাছের মগডালে জিন- পরীর নাচ,
ওরা নদীপাড় থেকে আসে, তেঁতুলগাছে ঘর,
মাঝরাতের খোলা মাঠে রান্না করে খায়।
.
পুরোনো গাছ কেটে বড় রাস্তা আরও বড়,
দামি গাড়ি থেকে বাজারে বাজারু জিন পরী নেমে এলেই
পথে নাটক।
.
গপ্পিবাবুর বাজারি মাথায় চৌমাথা
শব্দকলায় পন্থা বেচাকেনা
মূল্য-- সাধারণের ঘাড়, রক্তচাপ এবং অর্থপাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন