( ত্রিপুরাতে গুলি করে সাংবাদিক হত্যা করলো পুলিশ,
লাশ গুম করার
ব্যর্থ চেষ্টা, ধৃত অভিযুক্ত ব্যাটেলিয়ন )
।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
@
ত্রিপুরাতে
হত্যা হানা ! গর্জে শোকের বুলি।
সাংবাদিকের
পেটের মধ্যে পুলিশ চালায় গুলি।।
মানুষ
মেরে করতে গুম যে চেষ্টা হলো শত।
মানুষ
সেথা উঠছে ফুঁসে আন্দোলনে রত।।
নামটি
হতের দত্ত সুদীপ কাগজটি তার স্যন্দন।
লাশ
দেখে তার রক্তে রাঙ্গা আত্মীয়দের ক্রন্দন।।
রক্ষকেরই
ঘরের মধ্যে রক্ষকেরই হামলা।
তদন্ত
সব হচ্ছে শুরু থানায় হলো মামলা।।
আগরতলার
পাশেতে এক পুলিশ সদর, তাতে,-
গিয়েছিলেন
করতে দেখা কমান্ডেন্টের সাথে।
বিপত্তি
তায় ঘটলো কী বা হঠাৎ করেই গুলি !
কেনোই
ঘটলো কাণ্ড এসব যায়নি পাওয়া বুলি।।
বিরোধী
দল বামের ’পরেই দোষটা দিচ্ছে ঢেলে।
গ্রেফতার
হলো অভিযুক্ত আছে এখন জেলে।।
রাজ্য
পুলিশ নীরব শুনি দুঃখ পায়নি খানিক।
এই
ঘটনার নিন্দা জানায় মুখ্যমন্ত্রী মানিক।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে “ দৈনিক ছড়া সংবাদ আসাম”
)
২২/১১/২০১৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন