“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

পাখি

।। অভীক কুমার দে।।
(C)Image:ছবি








পাখিটি বেশ ভালোই ছিল খাঁচায়,
ময়না পাখি, কথা জানে, বোঝেও সব,
মালিকের কালোবাজারিও
অদেখা নয়
পাশের বাড়ি মুদি দোকানির
কানে ঠোঁট নড়লেই উড়ালবিপদ
.
সকাল, খাবার বাটি বাইরে রাখা,
খাঁচার দরজা খুলে দিয়েছে চাকর।
.
খাঁচায় ময়না তদন্ত,
অথচ সবাই জানে ময়না নেই
ময়না তদন্তে ধরা দেবে না আকাশ চিনেছে যখন,
যদিও পাখিটি বেশ ভালোই ছিল খাঁচায়।
.................

কোন মন্তব্য নেই: