।। আবু আশফাক্ব চৌধুরী।।
(C)Image:ছবি |
নদীর পাড় ভাঙা শব্দের আড়ালে করতালি
দাঁড়িয়ে আছি জড় বৃক্ষের মতো বিমুগ্ধ বিস্ময়ে
কথা ছিল চর বেঁধে দেবে নিটোল শৈল্পিক তুমি
লাস্যময় অবধূত চিত্রাঙ্কনে ব্যতিব্যস্ত উদ্বিগ্ন সময়ে...
দাঁড়িয়ে আছি জড় বৃক্ষের মতো বিমুগ্ধ বিস্ময়ে
কথা ছিল চর বেঁধে দেবে নিটোল শৈল্পিক তুমি
লাস্যময় অবধূত চিত্রাঙ্কনে ব্যতিব্যস্ত উদ্বিগ্ন সময়ে...
কেন এমন হয় ধ্বস্ত মানবতার কদরূপ দর্শনে
চিৎকারবিহীন কন্ঠগুলো সারি বেধে চেয়ে থাকে উন্মুখ
কোন প্রতাপের বশে হাত পা বাঁধা সমর্পণে
জাগরূক বিবেকগুলো যেচে যায় দুর্বার জাগতিক মুখ?
চিৎকারবিহীন কন্ঠগুলো সারি বেধে চেয়ে থাকে উন্মুখ
কোন প্রতাপের বশে হাত পা বাঁধা সমর্পণে
জাগরূক বিবেকগুলো যেচে যায় দুর্বার জাগতিক মুখ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন