“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

দুধের হাসি।। - আবু আশফাক্ব চৌধুরী।

বাছুরের মুখের উদ্বৃত্ত ফেনা
সকালের সোনালী রশ্মিতে
চকচক করে ওঠছে-
দোহনের স্বাদ নিতে গোয়ালিনী
গলায় গুনগুন সুরে
টানছে স্তনের বোঁটা

মাছি তাড়ানোর লোকটা
গাভীর মুখ ধরে মাতৃ আদরে
বুলিয়ে যাচ্ছে কোমল হাত

বাছুর চেয়ে আছে কাতর নয়নে
কবে ছাড়া হবে বাট
গোয়ালিনী চায় ঘট  দুধে পূর্ণ হোক...

কে ছিনে নেয় কার অধিকার
বাছুর না দোহক
কার বেশি দরকার
দুধ না বুঝেই হাসে বোকার হাসি।

কোন মন্তব্য নেই: