বাছুরের মুখের উদ্বৃত্ত ফেনা
সকালের সোনালী রশ্মিতে
চকচক করে ওঠছে-
দোহনের স্বাদ নিতে গোয়ালিনী
গলায় গুনগুন সুরে
টানছে স্তনের বোঁটা
মাছি তাড়ানোর লোকটা
গাভীর মুখ ধরে মাতৃ আদরে
বুলিয়ে যাচ্ছে কোমল হাত
বাছুর চেয়ে আছে কাতর নয়নে
কবে ছাড়া হবে বাট
গোয়ালিনী চায় ঘট দুধে পূর্ণ হোক...
কে ছিনে নেয় কার অধিকার
বাছুর না দোহক
কার বেশি দরকার
দুধ না বুঝেই হাসে বোকার হাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন