“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

দ্য রোড

।। নীলদীপ চক্রবর্তী।।
(C)Image:ছবি









যে কোন সন্ধ্যায়
দিকভ্রান্তপুর ঘুরে আসা যায়
ঘুরে আসা যায় আর যত অগম্য ঠিকানা
ততক্ষণে চেনা পথ মিথ্যে হয়ে যায়

যে পথে ছুঁড়ে দিলে মৎস্য চোখ
যে পথে ছুঁড়ে দিলে উন্মুখ তির
দুই লক্ষ্যভ্রষ্ট হয় কুহকীর ভিড়ে
আচমকা লুফে নেওয়া শিকারি অধীর


কোন মন্তব্য নেই: