।। রফিক
উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
আত্মপ্রচার, কাল
পাত্রের প্রভেদ নেই,
নিজেকে ঝুলিয়ে রেখেছেন মগডালে।
হাসির খোরাক! কত অট্টহাসি, চাপা হাসি।
আরে! বসে বসে দেখছেন! কত খুশি!
কথার ফুলঝুরি বারুদের মতো।
বজ্রের মতো বিকট শব্দ!
ধোঁয়াটে শহর, নাসিকায় আসেনি ঘ্রাণ।
বস্তিতে রাতকানার প্রকোপ,এখন শহরময়
ধুলোর ঝড়ে নাকাল, চোখে মুখে বীভৎস রঙ।
কাঁদুনে গ্যাসে লেপটে আছে পাড়া প্রতিবেশী
মাঘের শীতে আর বেরোয় নি কেউ!
বনরাজের সাম্রাজ্য বেশ বিস্তারিত....।
বৃষ্টির অপেক্ষা, কবে মুছে দেবে?
উজ্জ্বলিত হবে সকল কিছু, খাদের যবনিকা।
.........
নিজেকে ঝুলিয়ে রেখেছেন মগডালে।
হাসির খোরাক! কত অট্টহাসি, চাপা হাসি।
আরে! বসে বসে দেখছেন! কত খুশি!
কথার ফুলঝুরি বারুদের মতো।
বজ্রের মতো বিকট শব্দ!
ধোঁয়াটে শহর, নাসিকায় আসেনি ঘ্রাণ।
বস্তিতে রাতকানার প্রকোপ,এখন শহরময়
ধুলোর ঝড়ে নাকাল, চোখে মুখে বীভৎস রঙ।
কাঁদুনে গ্যাসে লেপটে আছে পাড়া প্রতিবেশী
মাঘের শীতে আর বেরোয় নি কেউ!
বনরাজের সাম্রাজ্য বেশ বিস্তারিত....।
বৃষ্টির অপেক্ষা, কবে মুছে দেবে?
উজ্জ্বলিত হবে সকল কিছু, খাদের যবনিকা।
.........
১০/১১/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন