“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম

( আন্তর্জাতিক চাপে নত আন সাং স্যুকি !
 দু'মাসের মধ্যে রোহিঙ্গা শরণার্থীরা ফিরছে নিজ দেশে,
 মায়ানমার ও বাংলাদেশের চুক্তি)
















।। এম রিয়াজুল আজহার লস্কর।।
@
মায়ানমারে নরক জ্বলে বিশ্ব গোটাই কাঁদে !
নিন্দার ঝড়ে নেত্রী স্যুকি পড়ে ভীষণ ফাঁদে !!
চাপটা খেয়ে হচ্ছে নত হিংসা হানার রানি !
রোহিঙ্গাদের জন্যে হঠাৎ তুললো ঠোঁটে বাণী !!

শরণার্থী রোহিঙ্গারা যাচ্ছে ফিরে দেশে।
বাংলাদেশ ও মায়ানমারের চুক্তি হলো শেষে।।
বাংলা মায়ান মিটিং হলো খবর গেছে জানা।
নথিটা কী চাচ্ছে তারা প্রশ্ন উঠে নানা।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে
" দৈনিক ছড়া সংবাদ আসাম ")
২৪-১১-২০১৭


কোন মন্তব্য নেই: