।। দেবলীনা সেনগুপ্ত।।
সব
কথা বলা হয়নি তোমাকে
সব
কথা।
পড়ন্ত
বিকেলের আলো
ডুবে
যায় পুকুরের জলে
ঝিঁঝিঁপোকাদের
সাথে কথা বলে বলে।
ঘাটের
সিঁড়িতে
ভেসে
থাকে বুনোলতা জলছাপ নিয়ে,
বলিনি
তোমাকে।
মাঠের
শেষে নীল ঝিল
ঝিল
ছুঁয়ে চলে যায় রাতগাড়ি
স্বপ্নের
আলো ফেলে ফেলে
সেই
কথা ভুলে গেছে আমাদের মন,
নীলাঞ্জন, পাতার
মত চোখ মেলে
একবার
দেখ পৃথিবীকে
কত
সবুজ জমিয়েছে সে
আমাদের
ভুলে যাওয়া ভালোবাসা
ভালবেসে, অকাতর
করুণ মায়ায়
কত
যুগ আছে জেগে সে।
এইবার
হাত ধর
এইবার কাছে
এসো তবে
খুঁড়ে
দেখি খুঁজে দেখি হৃদয়ের মূল
এখনও
কি বৃষ্টিপাত?
এখনও
কি প্রেম নির্ভুল??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন