“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

অব্যক্ত














।। দেবলীনা সেনগুপ্ত।।








ব কথা বলা হয়নি তোমাকে
সব কথা।
পড়ন্ত বিকেলের আলো
ডুবে যায় পুকুরের জলে
ঝিঁঝিঁপোকাদের সাথে কথা বলে বলে।
ঘাটের সিঁড়িতে
ভেসে থাকে বুনোলতা জলছাপ নিয়ে,
বলিনি তোমাকে।
মাঠের শেষে নীল ঝিল
ঝিল ছুঁয়ে চলে যায় রাতগাড়ি
স্বপ্নের আলো ফেলে ফেলে
সেই কথা ভুলে গেছে আমাদের মন,
নীলাঞ্জন, পাতার মত চোখ মেলে
একবার দেখ পৃথিবীকে
কত সবুজ জমিয়েছে সে
আমাদের ভুলে যাওয়া ভালোবাসা
ভালবেসে, অকাতর করুণ মায়ায়
কত যুগ আছে জেগে  সে।
এইবার হাত ধর
এইবার  কাছে এসো তবে
খুঁড়ে দেখি খুঁজে দেখি হৃদয়ের মূল
এখনও কি বৃষ্টিপাত?
এখনও কি প্রেম নির্ভুল??










কোন মন্তব্য নেই: