“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম

( অসমিয়ার শত্রু তারাই যারা এনআরসিতে বাধা দেবে ঃ মুখ্যমন্ত্রী
বিদেশিমুক্ত ও সুষ্ঠু এনআরসি তৈরি করতে হবে ঃ আমসু )
  














 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

নআরসিটা নবায়নে নাকি কারা কাল,
গরজে রাগে মুখ্যমন্ত্রী উঠলো হয়ে লাল !
সর্বা বলেন অপশক্তি করতে হবে নষ্ট ,
প্রশ্ন হলো শত্রু কারা ? করেননি তা স্পষ্ট !

শুক্রবারে বড়পেটাতে সর্বা বলেন আরো,
ভারতীয় মানুষ যারা আতঙ্ক নেই কারো !
এনআরসিতে ভারতীয় সবার হবে ঠাঁই,
অসমিয়ার অস্তিত্বটা রক্ষা করা চাই !
ঐক্যবদ্ধ হতে হবে অসমিয়া জাতি ,
অসমীয়ার স্বপ্ন ভাংতে হচ্ছে মাতামাতি !

আমসু বলে, তাদের লোকে ভাবছে কেনো বৈরী,
চাইছে তারা সুষ্ঠু সঠিক এনআরসি হোক তৈরি ।
অশান্তি দুখ আনতে যারা ষড়যন্ত্রে লিপ্ত,
ওদের দিকেই মুখ্যমন্ত্রী উঠবে হয়ে ক্ষিপ্ত !
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে, “ দৈনিক ছড়া সংবাদ আসাম
০৫/১১/২০১৭


কোন মন্তব্য নেই: