।। অভীক কুমার দে।।
(C)Image:ছবি |
.
মোমবাতি মিছিল, পা মিলিয়ে হেঁটেছিলে তুমিও, ধুলো পা পথ খোঁজে ছাপ রেখেছিল পথে। নরম আলোয় জ্বলজ্বলে চোখ, নীরব মুখে কারো বিদায় ব্যথা। কালো রাতের তারা জানে-- সেদিন আকাশেও ছিল না চাঁদসুখ, শুকতারা ভীষণ কেঁদেছিল শান্তনু নামের ধোঁয়া উড়েছিল যেদিন আকাশে।
.
আবার মিছিল হবে, মোমবাতি জ্বলবে, নরম আলো চিনে রাখবে একেকটি মুখ, যেমন তুমি...
....................
মোমবাতি মিছিল, পা মিলিয়ে হেঁটেছিলে তুমিও, ধুলো পা পথ খোঁজে ছাপ রেখেছিল পথে। নরম আলোয় জ্বলজ্বলে চোখ, নীরব মুখে কারো বিদায় ব্যথা। কালো রাতের তারা জানে-- সেদিন আকাশেও ছিল না চাঁদসুখ, শুকতারা ভীষণ কেঁদেছিল শান্তনু নামের ধোঁয়া উড়েছিল যেদিন আকাশে।
.
আবার মিছিল হবে, মোমবাতি জ্বলবে, নরম আলো চিনে রাখবে একেকটি মুখ, যেমন তুমি...
....................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন