“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম

( ইরাকের তুজ খুরমাতু শহরে ভয়াবহ বোমা হামলা, 
হত ২০ , আহত অনেক হাসপাতালে )

 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি













রাকেতে ফাটলো বোমা বিশটা মানুষ হত।
অনেক আরো হাসপাতালে সারা শরীর ক্ষত।।
খবর পেয়ে অকুস্থলে নামলো সেনা এসে।
কাপুরুষের হামলা এটি নিন্দা সারা দেশে।।

খুরমাতু তুজ জেলার মধ্যে কাণ্ড এটি ঘটে।
শহর দখল করলো সেনা কুর্দি পুলিশ হঠে।।
ভয়ংকর এই জেলার মধ্যে হিংসা সারা বর্ষ।
আমজনতা পড়ছে ফাঁদে পায়না হাসি হর্ষ।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে দৈনিক ছড়া সংবাদ আসাম ”)
২৩/১১/২০১৭


কোন মন্তব্য নেই: