“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

আজকের ছড়া


 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
















@
জ সবই স্যার হঠাৎ করে ক্লাসে হলেন জড়ো !
এপ্রোনটা যে কেউ পরিনি লজ্জা পেলাম বড়ো !!
যেই দেখি স্যার রাহুল ক্লাসে দাঁড়াই কেঁপে ভয়ে !
স্যারের কথাই শোনতে থাকি শান্ত বড়ো হয়ে !!
কম এসেছে ছাত্র দেখে রাহুল স্যারের রাগ !
ক্লাস ছাড়ি আজ ছাত্ররা সব ঘুরছে হয়ে বাঘ !!
স্যার বলেছেন ক্লাসগুলো সব দিচ্ছে যারা ফাঁকি ,
পরীক্ষাতে বসবে কেবল তারাই ছাড়া বাকি !
ইস্তাক স্যারও রাগ করেছেন বলেন উঠে শোনো ,
পড়লে ভালো লাগবে কাজে সন্দেহ নেই কোনো !
ডিএলইডির প্রশ্ন তুলেন স্যার গুলেনুর এসে !
বলেন তিনি রুটিনটা ঠিক বদলে দেবো শেষে !!
@
( হাইলাকান্দি / আসাম )
১২/১১/২০১৭


কোন মন্তব্য নেই: