“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম

( গুজরাটে ভোটহাড় ভাঙ্গা পরিশ্রম করছেন রাহুল গান্ধী;
 হিমাচল প্রদেশে জয় প্রায় অসম্ভব: কংগ্রেস )
















।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
@
গুজরাটে ঝড় কমছে মোদীর সুযোগ এলো বড়ো।
গুজরাটে খুব খাটছে রাহুল মানুষ করে জড়ো।।
গুজরাটে ঝড় তুললো রাহুল আশা করে গদি।
বিরোধী জোট ধাক্কা খাবে দলটা হারে যদি।।

হিমাচলে ভোট হয়েছে হারবে সেথা কঙ্গ।
রাজ্যটা ঠিক যাচ্ছে বুঝা হচ্ছে মোদির সঙ্গ।।
গুজরাটে খুব কঠিন লড়াই খবর গেছে পাওয়া।
ময়দানে সব দল নেমেছে গরম হলো হাওয়া।।
@
নির্ভেজাল সংবাদ পরিবেশন করে
 “ দৈনিক ছড়া সংবাদ আসাম ”)
১৭/১১/২০১৭


কোন মন্তব্য নেই: