“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

সঙ- বিধান

।। অভীক কুমার দে।।


(C)Image:ছবি




















.
সেদিন চাবিগোছা হাতে নিয়ে বলেছিলে--
তুমি তোমার মতোই গুছিয়ে নেবে সব।
.
শেষবার আকাশ দেখে ভেবেছি--
 
বাইরে মিছে আকাশ দেখা। ওখানে মেঘ বৃষ্টি রোদ আর শূন্যতা। তারার আলো বহুদূর। চাঁদের মিঠে চুমুর আশায় পক্ষকাল বসে থাকা। আমার আকাশ তোমার বুকেই খুঁজে নেবো বরং।
.
কিছুদিন যেতে না যেতেই তুমি তোমার মতোই গুছিয়ে নিলে। এক ঘা আইনের চাবুক, বুকের ছাদে উল্কা বৃষ্টির মতোই। নূপুর শব্দের সিতাঘর আকাশভাঙা শব্দের ! শব্দের ভেতর রূপের ভিন্ন নাচন ! ঠিকই বলেছিলে সেদিন-- তুমি তোমার মতোই গুছিয়ে নেবে সব...
.
গোধূলিবেলা। বৃষ্টি শেষের আলো। মীমাংসায় ছাই রঙের সহবাস আকাশে। এমন সংশোধিত সঙ- বিধান সাবিত্রীর হয়তো জানা ছিল না।
........................

কোন মন্তব্য নেই: