“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

বজ্রমেয়ে

।। দেবাশ্রিতা চৌধুরী।









লাশের স্তূপে স্বপ্ন লিখে যায় সভ‍্যতারা
মৃতের মহেঞ্জোদাড়ো হরপ্পা নাকি ইনকা!
মেঘের আড়ালে সে এক দেশ অগম‍্য 
আকাশবিমানের আজো অদেখা,
আরাধ‍্যের আবাহনে ইনটির কাপাকচায়
উদ্যত খড়গে দরিদ্র কৃষক কন্যা
অজান্তেই হয়ে যায় বজ্রকন‍্যা।
  
পূর্ববর্তী ছ'মাস অঢেল খাদ্যে সুস্বাস্থ্য
ভেবেছিলে জীবন আলোকময়
আসলে তুমি বলিপ্রদত্ত কাপাকচায়
আগ্নেয়গিরির রক্তাক্ত শিখর গন্তব্য
শ্বাসরোধে অথবা অগ্নির প্রখর উত্তাপে
মৃত্যু তোমার অবধারিত।নেশাচ্ছন্ন পশুর
মতো চলছো কেন?অতুলনীয় ভোজ‍্যে
ছিল নেশাদ্রব্য!!
লুলাইলাকোর বালক বালিকা তবুও
মমি হয়ে মরে বেঁচে ছিল, লেলিহান
বজ্রের অগ্নিবর্ষণে অকালমৃত
দেহটি ও তোমার পুড়ে ছাই।
ইনকার পূজ্য ইনটি তাজা প্রাণের
উপাচারে তৃপ্ত হতো কিনা সে খবর
কে রাখে বজ্রমেয়ে!!!
--------

* ইনকা--প্রাক কলম্বিয় সভ‍্যতা
ইনটি-ইনকার আরাধ্য দেবতা
* কাপাকচা--বিশেষ পুজোর অনুষ্ঠানে শিশুদের
  বলি দেওয়া হতো।
* লুলাইলাকো গ্ৰামের নাম।
     
          

কোন মন্তব্য নেই: