হাসছো
তাঁরে ক্ষ্যাপা বলে
তাঁর ক্ষ্যাপামো আপন তালে
তোমরা যারা ভবের রাজা
তাঁরে কাঁদিয়ে কি পাও মজা !
তাঁর ক্ষ্যাপামো আপন তালে
তোমরা যারা ভবের রাজা
তাঁরে কাঁদিয়ে কি পাও মজা !
পাগল
বলে হানছো আঘাত !
ছুঁড়ছো পাথর নিচ্ছ মজা !
পাগল সে যে মনের রাজা
দিচ্ছ তাঁরে এ কেমন সাজা !
ছুঁড়ছো পাথর নিচ্ছ মজা !
পাগল সে যে মনের রাজা
দিচ্ছ তাঁরে এ কেমন সাজা !
হাসছে
সেও সবারে
দেখে ,
হচ্ছে অবাক পাগলামো ভেবে !
এ কেমন খেলা ,আনন্দমেলা ---
আঘাত হেনে সারা বেলা !
হচ্ছে অবাক পাগলামো ভেবে !
এ কেমন খেলা ,আনন্দমেলা ---
আঘাত হেনে সারা বেলা !
ভাবায়
তাঁরে বারে বারে
অধিক আনন্দ বুঝি নেশার তোড়ে !
আজ জীবিত কাল সে মৃত !
তাই বুঝি এই সুধামৃত ।
অধিক আনন্দ বুঝি নেশার তোড়ে !
আজ জীবিত কাল সে মৃত !
তাই বুঝি এই সুধামৃত ।
থাকোনা
যে যাঁর মত ভালো
আঁধার কেটে হবে আলো
পাগলামো সব যাবে চলে
আত্মতুষ্টির আপন তালে ।
আঁধার কেটে হবে আলো
পাগলামো সব যাবে চলে
আত্মতুষ্টির আপন তালে ।
##ঝোড়োমেঘ সংকলন ##
শিলং l
শিলং l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন