“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম


  
।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

( ভাঙ্গা জাহাজে দীর্ঘ ৫ মাস সমুদ্রে ভাসার পর 
শেষে বাঁচলেন হনোলুলুর ২ মহিলা নাবিক  )


(C)Image:ছবি










@
মুদ্রেতে গিয়েছিলো জেনিফার ও তাশা,
ভেঙ্গে গেলে জাহাজখানি হয়নি ফেরা বাসা।
৫ মাস ভাসলো সমুদ্রেতে,শুকনো খাবার খেলো !
ঘুমটা পায়নি দুশ্চিন্তাতে, আজাব বড়ো পেলো !!

দক্ষিণ-পূর্ব জাপান থেকে দুইশো মাইল দূর এসে,
ভাঙ্গা তাদের জাহাজখানি চলছে যখন ভেসে,
তীর থেকে লোক দেখে ফেলে,খবর রটে গেলো !
উদ্ধার করতে জাহাজ নিয়ে মার্কিনীরা এলো !!
জীবন পেয়ে করছে খুশি জেনিফার ও তাশা !
সুস্থ সবল অবস্থাতে ফিরলো তারা বাসা !!


@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে দৈনিক ছড়া  সংবাদ আসাম ”)
০১/১১/২০১৭


কোন মন্তব্য নেই: