“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম

( জেলে রাজার হালতে কুখ্যাত যৌন সন্ত্রাস রাম রহিম,
 দাবি সদ্য মুক্তি পাওয়া এক বন্দির )














——এম রিয়াজুল আজহার লস্কর——
@
ধর্ষণের দায় বিশটা বছর পেয়েছেন যে সাজা।
যৌন সন্ত্রাস জেলের মধ্যে আছেন হয়ে রাজা।।
জেলের মধ্যে জামাই আদর যাচ্ছে পেয়ে রোজ।
জেল মানুষরা ঘন ঘন নিচ্ছে যে তার খোঁজ।।

সদ্য মুক্তি পাওয়া বন্দি রাহুল এসে বলে,
নিয়ম ভেঙ্গে জেলেতে তার খাতির যত্ন চলে !
ইচ্ছে মতই পাচ্ছে সবই খাচ্ছে বাবা খানা !
বাবার জন্যে জেলের মধ্যে নিয়ম নীতি নানা !!

বাবা যখন হাঁটেন ফেরেন কাজটা দিয়ে ফাঁকি,
পারবে না বের হতে তখন বন্দি যারা বাকি  !
অ-লি-খি-ত  নি-র্দে-শি-কা জারি বাবার জন্যে !
বাকীরা সব পাচ্ছে আজাব বাঁচছে হয়ে হন্যে !!
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে দৈনিক ছড়া সংবাদ আসাম ”)
১৫/১১/২০১৭


কোন মন্তব্য নেই: