।। অভীক কুমার দে।।
(C)Image:ছবি |
.
ভেতরে এক শিশু,
হাসে কাঁদে
জীবনপথে শব্দের খেলনা গাড়ি ছুটে
.
কবিতা তুমি আয়না হলে
বাঁচাও, বেঁচে থাকি; তুমিও...
অযথা চাই না কোন প্রলেপ বিহীন কাঁচের দেয়াল।
.
প্রলেপ বিহীন কাঁচের মুখোমুখি হলে অদৃশ্য বন্ধনী
গিলে খায় দেহভাষা
ভেতর শিশুর অসুখ বাড়ে
.
কবিতা তুমি আয়না হলে
মন মায়াবী আকাশে নিঃসীম পূর্ণতা।
..................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন