“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

অন্তঃসত্ত্বা

।। অভীক কুমার দে।।

(C)Image:ছবি














.
বুকবন্দি খাতায় জমা আছে হাজার কবিতা
লিখবো বলে শব্দের কাছে যখনই যাই
শব্দ নিঃশব্দে কাঁদে, নিঃশর্তে ভাঙে পিপাসু নিব।
কলম বলে--
বর্ণের রঙ কালো নয়,
রঙের কালোয় বর্ণ সব ভিজে যায় রাতের মতো,
সব তারার আলো মাটি ছুঁতে পারে না বলেই
এক আকাশ নীরব নীলে জমা হয় গুমোট মেঘ।
..........

কোন মন্তব্য নেই: