।। অভীক কুমার দে।।
(C)Image:ছবি |
.
বুকবন্দি খাতায় জমা আছে হাজার কবিতা
লিখবো বলে শব্দের কাছে যখনই যাই
শব্দ নিঃশব্দে কাঁদে, নিঃশর্তে ভাঙে পিপাসু নিব।
কলম বলে--
বর্ণের রঙ কালো নয়,
রঙের কালোয় বর্ণ সব ভিজে যায় রাতের মতো,
সব তারার আলো মাটি ছুঁতে পারে না বলেই
এক আকাশ নীরব নীলে জমা হয় গুমোট মেঘ।
..........
বুকবন্দি খাতায় জমা আছে হাজার কবিতা
লিখবো বলে শব্দের কাছে যখনই যাই
শব্দ নিঃশব্দে কাঁদে, নিঃশর্তে ভাঙে পিপাসু নিব।
কলম বলে--
বর্ণের রঙ কালো নয়,
রঙের কালোয় বর্ণ সব ভিজে যায় রাতের মতো,
সব তারার আলো মাটি ছুঁতে পারে না বলেই
এক আকাশ নীরব নীলে জমা হয় গুমোট মেঘ।
..........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন