“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

কিছু কথা তোমার জন্য- ৩২

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি












.
নেক অনেক ছায়ার কথা মনে রেখেছি--
তুই আর আমি, পাশাপাশি ছায়ায় কেঁচোমাটির দাগ টেনে
 
বড় ছোট হিসেব রাখা,
বুকের ভেতর মিঠে সকালের বিম্ব অথবা
 
শৈশবের ছায়ায় প্রতিদিনের ঝাঁঝালো তাপ
মাত্রা পেরোলে দিনদুপুরে সাপের মত ছায়া কুণ্ডলী
শরীরে মিশিয়ে স্বপ্ন এঁকেছি অনেক;
তুইও জানিস এ'সব অবাস্তব কিছু নয়,
বিপরীতে-- আমার শৈশব যাবার আগেই তুই কিশোরী !
.
আমার কৈশোর এখনও রোজ ছায়া দেখে,
দূরের কোন আলোর দেয়াল তোর ছায়াকে তুমি করে
 
নিয়ে গেছে অন্য কোন ছায়ার পাশে ।

কোন মন্তব্য নেই: