“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ, আসাম

( প্রতিবেশী রাজ্যতে ফসল কাটার পর খড় পোড়ানো থেকে দিল্লিতে ভয়াবহ বায়ু দূষণ, সমস্যা সমাধানে ব্যর্থ  সরকার )

।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
(C)Image:ছবি












@
প্রতিবেশী রাজ্যের মধ্যে খড় যে পোড়ে চাষি।
সেই খড়ের ছাই দিল্লিতে যে আসছে রাশি রাশি। ।
দিল্লির মানুষ হচ্ছে নাকাল ভরছে বিষে হাওয়া।
দিল্লিতে খুব বাড়ছে গরম খবর গেছে পাওয়া। ।

শস্যে কেনো আগুন লাগে, আগুন কেনো বনে।
দিল্লির আকাশ ছাইয়ে ভরছে শঙ্কা ভীষণ মনে।।
সমস্যাটা সমাধানে ব্যর্থ হলো সরকার।
মাঠের মধ্যে খড় পোড়া সব বন্ধ করা দরকার । ।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে দৈনিক ছড়া সংবাদ আসাম ”)
০৮/১১/২০১৭


কোন মন্তব্য নেই: