“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

অহংকার


            ।।        রফিক উদ্দিন লস্কর      ।।

(C)Image:ছবি








ধুলোর সনে আড্ডা দিয়ে ধরছে এবার ঘুংড়িকাশি,
বিকট রবে শিয়র থেকে দৌড়ে পালায় বাঘের মাসি।
 
বুড়োর ঘরে শয়নকালে বাঁধতো এসে বাসা.....
রাতদিন আর নেই যে বিচার, উহু! কি যে সর্বনাশা।
শীতের রাতে চুপিচুপি সাজায় নতুন বাসর
ঝড় বাদলের মরসুমে না'কি চলে অন্য শহর!
স্বজন ছেড়ে যাবার কালে দুচোখ দিয়ে অশ্রু গড়ায়
 
গুমট মুখে দাঁড়িয়ে শুধু আকাশ পানে চায়।
ভোগবিলাসী সুখপিয়াসী ভাবের খুঁজে ফেরে রোজ,
শ্রান্তক্লান্ত শীর্ণদেহ বালুচরে করছে যুঁজ।
প্রাতঃকালে নগ্নদেহে কুহেলিকা দেয় উড়াল,
হরিৎক্ষেত্রে দূর্বাদলে বিছিয়ে দেয় তার জাল।
সব গরিমা ধুলোয় মিশে পড়লে রবির কিরণ গায়,
উষ্ণ হাওয়ায় দেহের পাঁজর চূর্ণ হয়ে যায়।
                  *******************
০৭/১১/২০১৭ইং
কাটলিছড়া, হাইলাকান্দি (আসাম)






কোন মন্তব্য নেই: