“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম

( ইন্দোনেশিয়ার বালির আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাত,
 ধোঁয়ায় কালো আকাশ, বিমান বাতিল )


(C)Image:ছবি












।। এম রিয়াজুল আজহার লস্কর।।  
@
গ্নি পাহাড় উঠলো জেগে ধোঁয়ায় ঢাকে বালি।
মানুষ হেথা ভাগছে ভয়ে হচ্ছে বাড়ি খালি।।
হতাহত হয়নি কোনো খবর গেছে পাওয়া।
বিমান বাতিল হচ্ছে শত শঙ্কার এলো হাওয়া।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে 'দৈনিক ছড়া সংবাদ আসাম')

২৭/১১/২০১৭

কোন মন্তব্য নেই: