“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম

( সার্কাসের খাঁচা ভেঙ্গে প্যারিসের রাস্তায় নামলো বাঘ ! )















।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
@
প্যারিসেতে রাস্তার মধ্যে বাঘটি হঠাৎ নামলো।
ভাগলো মানুষ দলে দলে শঙ্কাতে খুব ঘামলো।।
রাস্তার মধ্যে বাঘ এসেছে যেই না উড়ে বুলি,
পুলিশ এসে তড়িঘড়ি মারলো করে গুলি !

সার্কাসেতে বাঘটি ছিলো খবর এলো খাস।
ভাগ্য লোকের ভালোই ছিলো হয়নি তো কেউ লাশ।।
ভাঙল বাঘটি কেমনে খাঁচা প্রশ্ন উঠে নানা।
তদন্ততে নামলো পুলিশ খবর গেছে জানা।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে দৈনিক ছড়া সংবাদ আসাম ”)
২৬/১১/২০১৭


কোন মন্তব্য নেই: