।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
.
তেমন নম্বর জোটেনি, পাশ করেছি,
দপ্তরের একটা কাগজ দিয়ে কেউ বলেছিল পাশ কেটে এসেছি।
.
মাধ্যমিকের বছর, তখন ছোট উত্তরে মোট বিশ,
বাকি সব বিষ হজম করে উগরে দিলে
বাঁশের খুটির মার থেকে রেহাই,
অথচ সে বছর নিম্নচাপের সাথে হায়নাবাজিও ছিল
শুনেছি, শহরে গিয়ে খাতা দেখবার খরচপত্র পঞ্চাশ শতাংশ
বেদখল নিয়েছে পর্যবেক্ষক নামের পিশাচদল
বাদবাকি নম্বর অনেক তেলে ভাজা হলে পাশের টুপি
কারো মাথায় তেলদক্ষিণা হয়ে ঘোরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন