“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম



 ( বিজেপি বিরোধী জোটে যোগ দিল
 শিবসেনা, মুম্বাইয়ে শিবসেনা ও মমতার বৈঠক )

।। এম রিয়াজুল আজহার লস্কর।।












জিএসটি চালু আর বাতিল যে নোটটা !
বিরোধীর সুর ওটা, সামনে যে ভোটটা !!
এই ভোটে কেড়ে নিতে মোদিজীর ক্ষমতা,
মুম্বইয়েতে জোট বাঁধে শিবসেনা, মমতা !
এই জোটে লালু আর এই জোটে কঙ্গ ,
এই জোটে শিবসেনা বিজেপির অঙ্গ !
এই জোটে অখিলেশ, আছে আপ্ দলটা,
সব শেষে বিরোধীর বাড়তেছে বলটা !
@
(নির্ভেজাল সংবাদ পরিবেশন করে  দৈনিক ছড়া সংবাদ আসাম ” )
০৩/১১/২০১৭

কোন মন্তব্য নেই: