“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

দৈনিক ছড়া সংবাদ আসাম

( পাথারকান্দিতে ফের বন্য হাতির তাণ্ডব,
শতাধিক বিঘা ধানক্ষেত সহ তছনছ ৩টি ঘর)

    ——এম রিয়াজুল আজহার লস্কর ——
(C)Image:ছবি








মাঠে নামলো বন্য হাতি তাণ্ডব চালায় বড়ো !
পাথারকান্দির মানুষ এখন ভয়েই জড়োসড়ো  !!
ক্ষেতগুলো সব লণ্ডভণ্ড , গর্জে হাতি রাগে !
বাথান বাড়ি ভাংছে লোকের, মানুষ ভয়ে ভাগে !!

উছলে গেছে বন্য হাতি নিচ্ছে পশুর প্রাণ !
দুঃস্থ চাষি কাঁদছে বসে পায়নি কোনো ত্রাণ !!
বন্য বিভাগ আসছে হেথা, খবর নেয়নি সরকার !
ডাক্কু এসব বন্য হাতি সামাল দেয়া দরকার !!
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে 
দৈনিক ছড়া সংবাদ আসাম ”)

০৪/১১/২০১৭

কোন মন্তব্য নেই: