।। অভীক কুমার দে।।
(C)Image:ছবি |
.
কদমতলা থেকে ত্রিপুরী রূপের পথে
ভিতরগোলের কোন ছবি দেখেছি,
কারও অচেনা মুখ
বেপরোয়া মন চাতকের মতোই দেখেছি
দু'রকম ছবির ভেতর সাঁতারু আমি
প্রতিচিত্রে হোঁচট খাওয়া আবেগ
সন্ধ্যার ঘনিষ্ঠ ছোঁয়ায়
কোন তরুণী রাতের বুক মোমের মতোই জ্বলে ওঠে,
শিখার উত্তাপে মোমের গলন দেখেছি
যন্ত্রণায় ঝরে পড়া রেখা
ইচ্ছে ঢাকা তরল মোম...
মন ফিতায় ঝুলিয়ে রাখে না বলেই
মনের রোগিণী জ্বলে যায়
শেষে, ঢেউ খেলে রাগিনী রাত।
ভিতরগোলের কোন ছবি দেখছি তখনও
সব উপমার অবসান হলে
সেই অচেনা মুখ আর অচেনা নয়,
মুখ লুকিয়ে একবার বলেছিল--
এদিকে সব রাস্তা সাম্প্রদায়িক পলিপথেই বাঁকা।
.
রাতের আলোটুকু বুকে গেঁথে চাতকের চোখে দেখেছি
দু'রকম ছবির ভেতর সাঁতারু আমি
প্রতিচিত্রে হোঁচট খাওয়া আবেগ
অসময়ের বৃষ্টিতে ভিজতে চায় না বলেই
বুকের দেয়ালে শ্যাওলা জমা ভিতর- গোল।
....................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন