“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

বন্ধনীর বন্ধন ও বেহালা

।। অভীক কুমার দে।।

(C)Image:ছবি






















১■
বন্ধ চোখের ভেতর এক নদীর দু'পাড়
মৌনপথে অনুভবের প্রবাহ এগিয়ে
.
তরল জল
সরল নয়
কোথাও ঠান্ডা কোথাও গরম
২■
বুকের ভেতর রাণীকক্ষ
বাসনপত্র আসবাব দোলনা খেলনায়
শরীর সময়ের
এবং বন্ধন...
.
দেহ শত্রুতায় শূন্য আকাশের চিঠি আসে
বন্ধনও কোন বন্ধনীর বুকে...
৩■
দূরত্বের কান্না শুনে কোন লাভক্ষতি নেই
কানাইয়ের কুরুক্ষেত্র যখন পথ খোঁজা সন্ধ্যা
একদিকে চিতার আগুন অন্যদিকে তারা
.
সূর্যের আগুন জানে আকাশ পোড়ে না,
আকাশ বোঝে জ্বলন আছে তবু মুক্তি নেই।
৪■
নরম স্তরের উপর ভিন্ন আকাশ
ঘুরপাক চারপাশে
জল্পনার গন্ধ
বাইরে ভেতরে বদলে যায় গতিবিধি
তখন নাকডাকা শব্দেরও হিসাব রাখে কেউ
.
ভয় হয়
প্রদীপে রসদ ফুরায় যদি...
৫■
সাড়াশব্দহীন চৌকাঠে রাতের মৃদুস্বর
অদূরেই কেউ বেহালা বাজায়
তারপর সব চুপ,
.
মন বলে-- 'ধুলা মাখো, মাখো রে...'
..............

কোন মন্তব্য নেই: