|| অর্পিতা আচার্য ||
যে পথে শূণ্যতা গেছে
সেই পথে হেঁটে যাই রোজ,
একটু একটু করে -
তোমাদের নদীপথ ছেড়ে
ঝিম ধরা দুপুরে যেখানে
অবিভক্ত পথখানি গেছে
বট আর শিমুলের দণ্ডক অরণ্যে
এর বাড়ি ওর বাড়ি উঠোন পেরিয়ে
গঞ্জ ছাড়ানো এক পাড়া গাঁয়ে আলপথ ধরে
হেমন্ত রোদের মধ্যে হেঁটে যাই
কুটো কুটো দুঃখ জড়ো করে
ক্রমে ক্রমে শূন্যতার দিকে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন