“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

যাত্রা



















|| অর্পিতা আচার্য ||

যে পথে শূণ্যতা গেছে 
     সেই পথে হেঁটে যাই রোজ, 
                   একটু একটু করে -
তোমাদের নদীপথ ছেড়ে 
ঝিম ধরা দুপুরে যেখানে 
            অবিভক্ত পথখানি গেছে 
বট আর শিমুলের দণ্ডক অরণ্যে 
এর বাড়ি ওর বাড়ি উঠোন পেরিয়ে 
     গঞ্জ ছাড়ানো এক পাড়া গাঁয়ে আলপথ ধরে 
                  হেমন্ত রোদের মধ্যে হেঁটে যাই 
                      কুটো কুটো দুঃখ জড়ো করে 
                               
                           ক্রমে ক্রমে শূন্যতার দিকে !

কোন মন্তব্য নেই: