।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
এমনি
করে একদিন ঠিকই সে চলে যাবে
আর আসবেনা হয়তো ফিরে,
দূর থেকে দূরে আরোও বহুদূরে ........
যন্ত্রণাময় তিক্ত এই জীবন-নদীর তীরে।
অযত্নে পড়ে র’বে সব আশা ভালোবাসা
নীরবে শূন্যে করবে হাহাকার।
মনপাখি উড়বে সেদিন সপ্তাকাশের মাঝে
সব বাধা শৃঙ্খল ভাঙবে তার।
এক'পা দু'পা করে সে একদিন হেঁটে যাবে
তার সাধের মেঠো পথটি ধরে,
সাক্ষী রেখে ঐ নীলাকাশ, চন্দ্র-সূর্য-তারা
সব বাধা বিঘ্নতা উপেক্ষা করে।
কোন এক উদাস দুপুরে নির্জনতার মাঝে
উড়াতে পারে সে মাঠের ধূলা,
মায়াবনে লাফালাফি শাখা থেকে শাখায়
বিহঙ্গ যে উদাস নীড়-ভোলা।
বহু কাঙ্ক্ষিত মুক্তি আনন্দ ফুটবে চোখেমুখে
কণ্ঠে ধরবে নতুন কোন সুর,
উড়বে ডানা মেলে বিশাল আকাশের মাঝে
কালরাত্রি পরে সোনালি ভোর।
সত্যি চলে যাবে দূরে বহু দূরে অন্য কোথাও
যেখানে খুঁজেও কেউ পাবে না,
মিশে যাবে অচেনা অজানায় এক নবস্থানে
ভালোবাসার বন্ধন মনে রবে না।
----
আর আসবেনা হয়তো ফিরে,
দূর থেকে দূরে আরোও বহুদূরে ........
যন্ত্রণাময় তিক্ত এই জীবন-নদীর তীরে।
অযত্নে পড়ে র’বে সব আশা ভালোবাসা
নীরবে শূন্যে করবে হাহাকার।
মনপাখি উড়বে সেদিন সপ্তাকাশের মাঝে
সব বাধা শৃঙ্খল ভাঙবে তার।
এক'পা দু'পা করে সে একদিন হেঁটে যাবে
তার সাধের মেঠো পথটি ধরে,
সাক্ষী রেখে ঐ নীলাকাশ, চন্দ্র-সূর্য-তারা
সব বাধা বিঘ্নতা উপেক্ষা করে।
কোন এক উদাস দুপুরে নির্জনতার মাঝে
উড়াতে পারে সে মাঠের ধূলা,
মায়াবনে লাফালাফি শাখা থেকে শাখায়
বিহঙ্গ যে উদাস নীড়-ভোলা।
বহু কাঙ্ক্ষিত মুক্তি আনন্দ ফুটবে চোখেমুখে
কণ্ঠে ধরবে নতুন কোন সুর,
উড়বে ডানা মেলে বিশাল আকাশের মাঝে
কালরাত্রি পরে সোনালি ভোর।
সত্যি চলে যাবে দূরে বহু দূরে অন্য কোথাও
যেখানে খুঁজেও কেউ পাবে না,
মিশে যাবে অচেনা অজানায় এক নবস্থানে
ভালোবাসার বন্ধন মনে রবে না।
----
২৩/০৮/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন