“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

স্বাধীনতা

।। দেবাশ্রিতা চৌধুরী।।
(C)Image:ছবি












মার মায়ের জন্ম উনিশশো সাতচল্লিশ- এ
(আক্ষরিক ভাবেও)
মা আজো স্বাধীন হতে পারেনি
আমি এসেছি অনেক পরে
আমি ও জানিনা স্বাধীনতা কি!!!
মেয়ে বহুদিন পরে এসেছে
এখনো পারেনি জানতে
হয়তো কোন একদিন পারলেও পারতে পারে
স্ব-অধীনতা!!স্ব টাকে যদি খুঁজে পায়।
সেদিনের তেষট্টিজন সদ্যোজাত
 
ও বোঝেনি স্বাধীনতা ওদের
পৃথিবীর আলো বাতাসে স্থান
করে দিতে অপারগ,কেননা
বোঝার সময় ও তো পায়নি।
স্বাধীনতা তুমি মালা পড়,গান
শোন আনন্দে মেতে থাকো
একদিন, কাল থেকে আবার
আমরা বন্ধু হয়ে যাবো।
দরজা বন্ধ ঘরে শব্দটির
মানে খুঁজতে মুখোমুখি বসবো,
কাল সকালে রাস্তায় ঝাঁট দিতে
দিতে সেই মেয়েটি ও হয়তো
ভাববে এতো কাগজ যদি ছড়ানো
না থাকতো কাজটা অনেক সহজ হতো
ওকেও নাহয় নেবো সাথে।
15.8.2017.  

কোন মন্তব্য নেই: