“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৫ আগস্ট, ২০১৭

নেভার এগেইন


।। চিরশ্রী দেবনাথ।। 

(C)Image:ছবি











হিরোশিমার মিউজিয়ামটি
থরে থরে সাজিয়ে রেখেছে  মৃত্যুচিহ্নের  হৃদয়  
সিঁড়ির ওপর বসে থাকা সেই মানুষটি মরে গেছে
সকাল আটটা পঁয়তাল্লিশে,
তেজস্ক্রিয়তা ছায়াখানি তুলে রেখেছে তাঁর সিঁড়িতে, পাথরের ধাপে,
রেলিং ধরে  দাঁড়ানো দুজন  মিশে গেছে মুহূর্তে
  ছায়াঘন সামান্য  প্রাচ্য সময়, লেপ্টে আছে আজো সেতুর মেঝেতে
যেন নরনারীর একটু সবুজ চাহিদা, ভুল করে গিলে ফেলেছিল কসমিক রে
কী অদ্ভুত এই পারমানবিকতা
কী লিখছে মানুষ, কী গাইছে, কী আঁকছে কোথায় দাঁড়িয়ে, এই সময়ে?
গভীরে জমা হাজার সাদা সূর্য  আর নির্ধারিত ব্ল্যাকরেইন
থাকবে না  কোন চিহ্ন ,কোন  ধারক, কোনও অনাগত  মানবশিশু ...
Burning souls never forgive

কোন মন্তব্য নেই: