“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২১ আগস্ট, ২০১৭

মৌনতার মৌ


।। অভীক কুমার দে ।।


(C)Image:ছবি















.
লোর নামে দু'চোখে জ্বালাময় রশ্মি আসে,
রশ্মির রেখাপথ ধরে ঝুলে থাকা
গত- আজ- কাল নিয়মিত গত এবং
জীবনের সহজাত মৌনতার মৌ...
একসময় রেখাপথে ধুলোমিছিল,
কত কী ছায়া ছবিময় !
ভাসাভাসা ছবি চোখে ভাসে,
ভাসায়...
মেঘ মেঘ শরীরে তখন মাটির খোঁজ এবং
 
তালগোল পাকিয়ে ভাগ হয় আলোছায়া।
.
কুঁচকানো ভ্রূ টপকে রাত নামলেই
দু'চোখের অচেনা ঘরে হাজার ক্ষত জীবাশ্মের...

কোন মন্তব্য নেই: