।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
.
আলোর নামে দু'চোখে জ্বালাময় রশ্মি আসে,
রশ্মির রেখাপথ ধরে ঝুলে থাকা
গত- আজ- কাল নিয়মিত গত এবং
জীবনের সহজাত মৌনতার মৌ...
আলোর নামে দু'চোখে জ্বালাময় রশ্মি আসে,
রশ্মির রেখাপথ ধরে ঝুলে থাকা
গত- আজ- কাল নিয়মিত গত এবং
জীবনের সহজাত মৌনতার মৌ...
একসময়
রেখাপথে ধুলোমিছিল,
কত কী ছায়া ছবিময় !
ভাসাভাসা ছবি চোখে ভাসে,
ভাসায়...
মেঘ মেঘ শরীরে তখন মাটির খোঁজ এবং
তালগোল পাকিয়ে ভাগ হয় আলোছায়া।
.
কুঁচকানো ভ্রূ টপকে রাত নামলেই
দু'চোখের অচেনা ঘরে হাজার ক্ষত জীবাশ্মের...
কত কী ছায়া ছবিময় !
ভাসাভাসা ছবি চোখে ভাসে,
ভাসায়...
মেঘ মেঘ শরীরে তখন মাটির খোঁজ এবং
তালগোল পাকিয়ে ভাগ হয় আলোছায়া।
.
কুঁচকানো ভ্রূ টপকে রাত নামলেই
দু'চোখের অচেনা ঘরে হাজার ক্ষত জীবাশ্মের...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন