।। অভীক কুমার দে ।।
আমার শহরের আনাচেকানাচে স্যাঁতসেঁতে কাদাজল,
রোজরাতে রোজগেরে আলেয়া মুচকি হাসে,
পিচঢালা রাস্তায় পথ খোঁজে মাঝরাতের মাতালদল।
ওদের বিছানা- জল- মাটির সমান্তরাল বসবাস,
ভোরের বাতাস ছুঁয়ে যাবার পরও পঁচাগন্ধ,
মাটিও এখানে পিপাসা বোঝে না,
বোঝে না শহুরে ঢঙের গোপনীয় সহবাস...
.
এখানে দালানের ছায়া নেমে আসে বস্তিগলির পথে,
প্রতিটি কোণ জেগে থাকে আলোছায়ার কালোয়,
কোণায় কোণায় মুহূর্তেরা কোণঠাসা।
কিছু ভোটাভুটির ভোমরাগানের পরও
ওদের বিছানা- জল- মাটির সমান্তরাল বসবাস,
প্রমাণের পর প্রমাণিত হয় মিথ্যে যতসব ভরসা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন